সোমবার, ২২ জানুয়ারী, ২০২৪

মহামৃত্যুঞ্জয়ী মন্ত্র পবিত্র বেদে বর্নিত

Maha Mrityunjay Mantra বাংলা


মহামৃত্যুঞ্জয়ী মন্ত্র

ॐ ত্রৈয়ম্বকম্ য়জামহে
 সূগন্ধিম্ পূষ্টিবর্ধনম্ 
উর্বারূকমিব বন্ধনাম্ 
মৃত্যুরমোক্ষিয় মামৃতাত 


 Sanskrit and English 

ॐ त्र्यम्बकं यजामहे 
सुगन्धिं पुष्टिवर्धनम् | 
उर्वारुकमिव 
बन्धनान्मृत्योर्मुक्षीय माऽमृतात् || 


Aum Tryambakam yajaamahe 
sugandhim pushtivardhanam | Urvaarukamiva bandhanaan-mrityormuksheeya maamritaat ||

ধর্ম কাকে বলে?ধর্মের লক্ষন কয়টি ও কি কি?

ধর্ম কাকে বলে

যাহার স্বরূপ ঈশ্বর আজ্ঞার যথাবৎ প্রতিপালন এবং পক্ষপাতরহিত হইয়া ন্যায় অনুসারে সকলের হিত সাধন করা, যাহা প্রত্যক্ষাদি প্রমাণ দ্বারা সুপরিক্ষিত এবং বেদোক্ত হওয়ায় সর্ব মানবের পক্ষে একমাত্র মান্য তাঁহাকে ধর্ম বলে ।


 পণ্ডিত ব্রহ্মদত্ত জী বলছেন - "ধারয়তি লোকম" যা লোককে ধারণ করে তাহাকে ধর্ম বলা হয় । যাহার দ্বারা গ্রাম, নগর, দেশ, রাষ্ট্রের কল্যাণ হয় কেবল ইহাই নয়, অপিতু সম্পূর্ণ বিশ্বের সকল প্রাণী বর্গের জন্য যাহা কল্যাণকারী, মঙ্গলকারী হইবে, যাহা সংরক্ষক, সংবর্দ্ধক হইবে তাহাকে ধর্ম বলে । 


 গীতার আলোকে ধর্ম হচ্ছে - সরলতা, দান, অহিংসা, সত্যবাদিতা, সমস্ত জীবে দয়া, মৃদুতা, লজ্জা, তেজ, ক্ষমা, শান্তি, লোভহীনতা, ধৈর্য, দক্ষতা, জ্ঞান, বিজ্ঞান মঙ্গলজনক ইত্যাদি এই গুলা হচ্ছে ধর্মের লক্ষণ এবং এই গুন গুলা যাদের মধ্যে বিদ্যমান তাঁরাই প্রকৃত ধার্মিক । 


 মনুসংহিতা মতে , সহিষ্ণুতা, ক্ষমা, দয়া, চুরি না করা, শুচিতা, ইন্দ্রিয় সংযম, শুদ্ধ বুদ্ধি, জ্ঞান, সত্য এবং ক্রোধ হীনতা এ দশটি ধর্মের লক্ষণ । অর্থাৎ ধর্ম মনুষ্য মাত্র সকলের জন্য । যার মধ্যে ধর্মের এই গুণ গুলা নাই সে মানুষ নয় । সে জন্য বলে "ধর্মহীন মানুষ পশুর সমান" । মানুষ ধর্মকে কখনোও পরিবর্তন করতে পারে না । মানুষ যেটাকে পরিবর্তন করতে পারে সেটা হল "সম্প্রদায়"। ধর্মের কাজ হচ্ছে মানুষে মানুষে প্রীতি স্থাপন করা , কিন্তু যা মানুষে মানুষে বিভেদ সৃষ্টি করে সেটা কখনোই ধর্ম নয় , সেটা হচ্ছে "মতবাদ" এবং "সম্প্রদায়"। 



 বৈদিক মিশন 
🙏🙏🙏

রবিবার, ২১ জানুয়ারী, ২০২৪

ভগবান কে? ভগবান বলতে আমরা কি বুঝি?

ভগবান সম্পর্কে বিস্তারিত জানুন
ভগবান 

ভগবান: 'ভগ' শব্দের অর্থ ছয়টি ঐশ্বর্য(ষড়ৈশ্বর্য) এবং 'বান' শব্দের অর্থ যুক্ত বা সমন্বিত। বিষ্ণু পুরাণ মতে (৬.৫.৭৯), যিনি পরম ঐশ্বর্য, বীর্য, যশ, শ্রী, জ্ঞান ও বৈরাগ্য এই ছয় গুনযুক্তা তিনিই ভগবান। অর্থাৎ যে পুরুষদের মাঝে সমগ্র ঐশ্বর্য, সমগ্র বীর্য, সমগ্র যশ, শ্রী, জ্ঞান ও বৈরাগ্য পাওয়া যায় তার নামের পূর্বেই ভগবান শব্দটি উল্লেখ করা যাবে। মহাভারতে বিভিন্ন ঋষী এবং মহাপুরুষদের নামের পূর্বে ভগবান শব্দের উল্লেখ রয়েছে। এছাড়া সংস্কৃত অভিধানে “ভগবান” এর “ভগ” শব্দের অর্থ – Fortune, Wealthy, Prosperity, Blessed. যেখানে –

Fortune= শ্রী

Wealthy= ঐশ্বর্য

Prosperity= বীর্য+যশ

Blessed= জ্ঞান+বৈরাগ্য

অথ্যাৎ তিনিই ভগবান যিনি মানব কল্যাণের জন্য – শ্রী দাতা, সকল ঐশ্বর্য দাতা, সকল প্রকার জ্ঞান দাতা, সকল প্রকার বীর্য ও যশ দাতা, যিনি সর্বদা ভোগ বিষয়ে অনাসক্ত(বৈরাগ্য) তিনিই ভগবান।


প্রচারে ঃVedic Mission 

🙏🙏🙏

প্রতিদিন উপাসনা ২ বার নাকি ৩ বার করা উচিত?

  ত্রিসন্ধ্যা নাকি দ্বিসন্ধ্যা পবিত্র বেদে কি উপদেশ আছে আমরা প্রতিদিন ২ বার নাকি ৩ বার উপাসনা করবো? বৈদিক উপাসনা উত্তরঃ   অবশ্যই দ্বিসন্ধ্যা...